নির্বাচনি এলাকা ছেড়েছেন যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার



এমপি রণজিৎ কুমার রায়রবিবার (৩১ মার্চ) চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে এলাকা ছাড়ার নির্দেশনা পেয়ে, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় নির্বাচনি এলাকা ছেড়েছেন। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যার পর থেকে তিনি যশোর শহরে নিজ বাসায় অবস্থান করছেন। রণজিৎ রায়ের পিএস তপন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার নির্বাচনি এলাকা বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা।

জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুসাইন শওকত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ইসির নির্দেশনা এমপির যশোর শহরের বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আজ তার নির্বাচনি এলাকায় থাকতে পারবেন না। তবে, কালকের ভোট দিতে এলাকায় যেতে পারবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য রণজিৎ কুমার রায় তার নির্বাচনি এলাকা বাঘারপাড়া ও অভয়নগরের কোথাও অবস্থান করছেন না। তিনি যশোর শহরের রেলরোডস্থ বাসভবনে অবস্থান করছেন। এমপির পিএস তপন বিশ্বাসের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, সংসদ সদস্য ইসির নির্দেশনা পেয়েছেন এবং এখন তিনি যশোর শহরের বাসায় অবস্থান করছেন।

আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সরকারি দলের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়কে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩০ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি তার কাছে পাঠানো হয়।