ধর্ষণ মামলার তিন আসামি কারাগারে

ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার  (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে প্রতিবন্ধী (১৬) মেয়েটির মা মামলা করেন। তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত ২০০৩) এর ৭/৯ (১) /৩০ ধারায় তিনি মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলো-বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আব্দুর রহমান উজ্জ্বলের ছেলে সেলিম পাটোয়ারি (২২), বানুড়িয়া গ্রামের নুর আলী ছেলে রাকিব হাসান (১৮) ও একই গ্রামের হায়দার আলী ছেলে সাঈদ হাসান (১৫)। 

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘ধর্ষণের অভিযোগে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বানুড়িয়া গ্রাম থেকে চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলায় নাম থাকা তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশিক নামের একজনের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেয়েটির মায়ের অভিযোগ, বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ওরফে উজ্জ্বলের ছেলে সেলিম পানি খাওয়ার জন্য তার কাছে একটি গ্লাস চায়। তখন বাড়ির পাশে আরও ৩-৪ জন যুবক দাঁড়িয়ে ছিল। তিনি সেলিমকে গ্লাস দিয়ে প্রয়োজনীয় কাজে পাশের বাড়িতে যান। পরে ফিরে এসে দেখেন, তার প্রতিবন্ধী মেয়ে বাড়ির বারান্দায় নেই। খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের মধ্যে পাওয়া যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।