ক্ষতিগ্রস্ত কৃষক সালাম জানান, দুপুরে প্রথমে তার পানের বরজে আগুন লাগে। পরে পাশের কৃষক বাবুল বিশ্বাস, কুদ্দুস বিশ্বাস, হবিবর রহমান, আমিরুল ইসলাম ও শমসের বিশ্বাসের পানের বরজেও আগুন লেগে পুড়ে যায়।
হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।