মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত চিঠি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছুলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আনন্দমিছিল করেন। মিছিলে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারও অংশগ্রহণ করেন।
নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় উপজেলা শহরের প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, জাতীয়করণের এক আদেশে গত ৯ মে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান।
আরও পড়ৃুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
/এইচকে/আপ-এনএস/