স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলা সেই স্বামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে নাদিরা বেগমকে (৩১) হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ এপ্রিল) দুপর সোয়া ১টায় সিলেট মহানগরীর সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাত ১১ টায় র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) কে এম এ মামুন খান চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা (মাইঝহাটি) গ্রামের ফখরুউদ্দিনের ছেলে। তিনি তার স্ত্রী নাদিরা বেগমকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাপাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকতেন।

নাদিরা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরের ওই কপাটিয়াপাড়ায় ভাড়া বাসায় থেকে পাথারপাড় এলাকার ক্রাউন ওয়্যারস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।

র‌্যাব কর্মকর্তা পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় ভাড়া বাড়ির কক্ষে আমিনুল ইসলাম খোকন তার স্ত্রী নাদিরা বেগমকে গলায়, মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। পরে সে তার শ্বশুর নজরুল ইসলামকে মোবাইল ফোনে হত্যার বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা নজরুল ইসলাম শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তথ্যপ্রযুক্তি এবং ইন্ট উইং (র‌্যাব সদর দফতরের তথ্যের ভিত্তিতে) আসামীর অবস্থান নিশ্চিত হয়। র‌্যাব-৯-এর সহযোগিতায় সিলেট মহানগরীর সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামি আমিনুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‌্যাবের কাছে স্বীকার করেছে সে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়েছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে গাজীপুরের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বললেন স্বামী