ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ছাত্রদলের এক নেতার ক্লাব থেকে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকালে বন্দরের মদনপুর এলাকায় থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে ও ওই উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদলের নেতা আল আমিনের ক্লাবের ভেতরে একটি কক্ষ থেকে জাহেদ খন্দকারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বন্দর থানায় নেওয়া হয়। সেখান থেকে আড়াইহাজার থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রদলের নেতার ব্যক্তিগত ক্লাব থেকে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় কোনও মামলা নেই। তবে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আড়াইহাজার থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা  এখানে আসতেছে। গ্রেফতার যুবলীগ নেতাকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে । এ বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে।’