নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেফতার এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ওই ছাত্রলীগ নেতার স্বজন ও প্রতিবেশীরা। এ সময় থানা ঘেরাওকারীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বেলা ১১টার দিকে আড়াইহাজার থানা চত্বরে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার সাগর হাসান মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র। রবিবার রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার কবির হাসানের ছেলে।
ওসি এনায়েত বলেন, ‘সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি একটি ঋণখেলাপির মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দুপুরে তিনটি মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তার আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী। তারা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানা ঘেরাওয়ের পর স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের কয়েকজন নারী কর্মী বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হামলার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘হামলার কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’