কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতে এক কৃষক মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক। তারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাত শুরু হলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবু তাহের মিয়া (৪৮) মইষাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আবু তাহের মিয়াসহ তিন জন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে তারা আশ্রয় নেন। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাকি দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তিনি আরও জানান, বর্তমানে আহত দুই জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।