গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের মধ্যে একটিকে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তাওসীফ নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে লেমুরটি উদ্ধার করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দেলোয়ার হোসেন (২২) শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে লেমুর চুরির ঘটনায় জহিরুল ইসলাম ও নিপেন নামের দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের একজন পার্কের কর্মী ও অন্যজন স্থানীয় বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ দিবাগত রাতের কোনও একসময় গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ থেকে লোহার জাল কেটে তিনটি লেমুর চুরি হয়। এর মধ্যে দুটি পুরুষ রিংটেইল লেমুর এবং একটি স্ত্রী রিংটেইল। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৭ এপ্রিল শ্রীপুর থানায় একটি মামলা করে। লেমুর চুরির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পার্ক কর্তৃপক্ষসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লেমুর উদ্ধারে কাজ শুরু করে। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে রাজধানীর শ্যামবাজার মসজিদ সংলগ্ন এলাকার নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। সেটি সাফারি পার্কে পাঠানো হয়েছে। বাকি দুটি লেমুর উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।