‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তারা হলো মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ (৪)। মালিহা ও আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল বাতেন মিয়া ও সাহেলা বেগম দম্পতির ছেলে-মেয়ে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর আরিচপুর (জামাই বাজার) এলাকার সেতু ভিলার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট বাসা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিবার নিয়ে টঙ্গীর জামাই বাজার এলাকার ওই ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া। ফ্ল্যাটের মেঝেতে দুই শিশুর মরদেহ পাশাপাশি পড়ে ছিল। শিশুদের গলা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ওই দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বাতেন মিয়া দুপুরের পর বাসা থেকে বের হয়ে স্থানীয় মার্কেটে যান। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ মোবাইল ফোনে খবর পান তার শিশু ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

অপরদিকে শিশুদের মা সাহেলা বেগম বলছেন, ‘তিনি দুপুরের পর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার শিশু ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।’

ওসি আরও বলেন, ‘দুই শিশুকে হত্যার ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। মা-বাবার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। এ কারণে তাদের দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ধারণা করা হচ্ছে, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।’