ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে একটি রডবাহী ট্রাক উল্টে রড ছড়িয়ে পড়ায় এক লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত- প্রায় আট কিলোমিটার এলাকায়।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, খবর নিয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।