ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো. সবুজের ছেলে সিয়াম খান আনিক (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মো. কামালের ছেলে শিমুল আহমেদ শাওন (২০), শরীয়তপুরের বাহেরচার থানার মোল্লারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহীন (১৯) এবং গাজীপুরের পুর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২১)।
ওসি আলী মো. রাশেদ বলেন, ‘গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোর্ডবাজার এলাকার বাটা শোরুমের ম্যানেজার তাসলিম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেন। এ ছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলামান আছে।’