আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নরসিংদীর চরাঞ্চলে ২ জন নিহত

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চানপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুই গ্রুপের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে মোহিনীপুর গ্রামের সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের মাঝে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহত দুজনই সালাম গ্রুপের সদস্য।

স্থানীয়ভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। আজ সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বার গ্রুপ বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এ সময়, আমিন ও বাশার নামে সালাম গ্রুপের দুই যুবক নিহত হয়। আহত হয় দুই গ্রুপের অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘২ জন নিহতের খবর পেয়েছি আমরা। আধিপত্য ও গোষ্ঠীগত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। নিহতরা গুলি নাকি টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন তা এখনও নিশ্চিত নই। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যাওয়ার প্রস্তুতি চলছে।’