মানিকগঞ্জ সিংগাইর উপজেলার আজিমনগরে বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরস মাহফিল স্থানীয় তৌহিদী জনতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে। তবে রশিদ বয়াতির মাজারে কোনও হামলার কোন ঘটনা ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ওরস মাহফিল কমিটির পক্ষ থেকে ওরসে বাধাদানকারীদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সিংগাইর থানা পুলিশ প্রয়াত বাউল শিল্পী রশিদ বয়াতির পুত্রবধূসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মাহফিল কমিটির কয়েকজন ভক্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মাজারে হামলার খবর জানা যায়নি। বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতি এই এলাকার কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমের প্রথম স্বামী।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মাজার কমিটির একজন দাবি করেছেন, তৌহিদী জনতা নয়, স্থানীয় বিএনপি নেতাদের বাধার মুখে তাদের বার্ষিক ওরস মোবারক করা সম্ভব হয়নি।
সিংগাইর থানার ওসি জাইদুল ইসলাম জাহাঙ্গীর জানান, মাজারে হামলার কোনও ঘটেনি। ওরস আয়োজক কমিটি প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। স্থানীয় তৌহিদী জনতা ওরস বন্ধ করতে গেলে উল্টো মেলা আয়োজক কমিটি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।