সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্ট ও আ.লীগ অফিসে আগুন, পুড়লো পাশের দোকান-রেস্তোরাঁও

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর রিসোর্টে’ ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে শতাধিক লোক অংশ নেয় বলে জানা গেছে।

এর আগে, দুপুরে মিঠামইন থানার কাছে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দুটি দোকানেও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া আগুন দেওয়া বিক্ষুব্ধ লোকজন ‘কাঁচালঙ্কা’ রেস্টুরেন্টও অগ্নিসংযোগ করেন। পরে কামালপুর গ্রামে শরীফ কামালের বাড়িতেও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে গেট ভেঙে প্রবেশ করে সবকিছু ভেঙে তারপর আগুন লাগায়। রিসোর্ট ও আওয়ামী লীগ অফিসে আগুন লাগানো হলেও স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে ঘটনাস্থলে যায়নি।

মিঠামইন সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার সজল করিম খান জানান, নিরাপত্তাজনিত কারণে তারা ঘটনাস্থলে যেতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ অফিস ও রিসোর্টটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।