বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসীন এ আদেশ দেন।
এর আগে, সাবেক এই আইনমন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোর্টপুলিশ পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলা হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।