চুরির অভিযোগে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানো হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটা ভিডিও ওই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায়, বাজারে পাঁচ-ছয় জন যুবক লাঠি হাতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে ঘিরে রেখেছে। ওই বৃদ্ধ কান ধরে দাঁড়িয়ে রয়েছেন। এ সময় বৃদ্ধকে ‘চোর’ আখ্যা দিয়ে উপস্থিত লোকজন কটূক্তি করতে থাকে। একপর্যায়ে বৃদ্ধের হাতের ঘড়ি খুলে এক যুবক বৃদ্ধের পকেটে রাখে। বৃদ্ধ পুরো সময় কান ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃদ্ধ তার বাড়ির ঠিকানা বলেন নগরকান্দা উপজেলার মহিলা রোড। এরপর ওই বৃদ্ধকে কান ধরিয়ে ‘চোর চোর’ স্লোগান দিয়ে বাজার ঘোরানো শুরু করে ওই যুবকরা। কয়েকজন লাঠি দিয়ে পেটায়।

কালামৃধা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু আকন বলেন, ‘আমি রবিবার সকালে বাজারে ছিলাম না। বিকালে এসে শুনেছি ওই মুরুব্বি বাজার থেকে চারটি মোবাইল ও দুই হাজার ২০০ টাকা চুরি করেছেন। মাছ বাজারে একজনের পকেট কাটতে গিয়ে ধরা পড়েন। এরপর চুরির কথা স্বীকার করলে কয়েকজন দোকানদার বাজার ঘুরিয়ে তাকে চোর হিসেবে সবার কাছে পরিচিত করান।’

ভাঙ্গা নাগরিক সমাজের আহ্বায়ক ও সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী বলেন, ‘ওই বৃদ্ধের অপরাধ করা ঠিক হয়নি। তবে প্রবীণ হিসেবে ওই লোকের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল। পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করাও ঠিক হয়নি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ‘আমি ভিডিওটা দেখি নাই এবং এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।’