বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গাংচিল বাস থেকে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে বাসের হেলপার তাহসিন মাহমুদ রিফাত নিহত হয়েছেন।

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গাংচিল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৪৬৫) বাসটি পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় সার্ভিস লেনে আসলে বাসের দরজার সামনে অসতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকা হেলপার তাহসিন বাস থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, তাহসিন মাহমুদ রিফাত ঢাকা জেলার দোহার উপজেলার বতুয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।