নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে গেলো কাভার্ডভ্যান, অল্পের জন্য রক্ষা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ায় ফেরি চলাচল অন্তত ১০ ঘণ্টা বন্ধ ছিল। 

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে অল্পের জন্য নদীতে পড়া থেকে রক্ষা পায়। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার শেষে ফেরিঘাটটি পুনরায় চালু করা হয়।

কাভার্ডভ্যানের চালক ও ফেরিঘাট সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে চালক ফিরোজ ও তার সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পাশাপাশি গাড়িটি নদী পড়া থেকে রক্ষা পায়। ফলে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।

কাভার্ডভ্যানের চালক ফিরোজ আহমেদ বলেন, ‘আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। সেটি সামনে এগিয়ে যাওয়ার পর আমি গাড়ি চালাই। হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। ফলে গাড়িটি দ্রুত গিয়ে পন্টুনে আটকে যায়। এতে আমার সহকারী মাথায় আঘাত পেয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা।’

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যাতে বড় ধরনের কোনও দুর্ঘটনা না ঘটে। সেজন্য সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি আমরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এরপর থেকে ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফেরি চলাচলও স্বাভাবিক আছে।’