সোনারগাঁয়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু 

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মহাসড়কের মেঘনা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)। তারা দুজন বন্ধু নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁ ঘুরতে আসেন। সন্ধ্যায় বাসায় ফেরার পথে মেঘনা ব্রিজের ওপরে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান l দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক পালিয়ে গেছে। অপরাধীকে সনাক্ত করার কাজ চলছে। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।