কিশোরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন নারী, দুজন পুরুষ। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশাচালক শাহিন মিয়া ও রাজন মিয়া। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে দুটি কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাওয়ার পথে একটি সেতু অতিক্রম করছিল। ওই সময় ভৈরবের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এতে চালকসহ পাঁচ জন ছিলেন। সেতু অতিক্রমের পর অটোরিকশাটি কাভার্ডভ্যান দুটিকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে একটি বাস আসতে দেখেন অটোরিকশার চালক। পরে ওভারটেক করে দুটি কাভার্ডভ্যানের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে পড়ে অটোরিকশা। ওই সময় পেছনের কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। পুলিশ অটোরিকশা ও কাভার্ডভ্যান দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসে। লাশগুলো উদ্ধার করে শনাক্তের জন্য ভৈরব থানায় পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তিন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। কাভার্ডভ্যানের চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।’