এক কারখানায় ৫০০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি ২০২৪-২০২৫ সালের ৪৯তম আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে কলটির মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

এর আগে সেখানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্য, পরিকল্পনা ও উন্নয়ন) আজাহারুল ইসলাম।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ জানান, ২০২৩-২০২৪ রোপণ মৌসুমের ৪ হাজার ২৫২ একর জমি থেকে ৭৫-৮০ হাজার মেট্রিক টন আখ প্রাপ্তি সাপেক্ষে ৭৫-৮০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হচ্ছে। চিনি রিকভারির হার ধরা হয়েছে শতকরা ৬.৫ ভাগ। যা থেকে চিনি উৎপাদন হবে প্রায় ৫০০০ মেট্রিক টন।

অনুষ্ঠানে সুব্রত ঘোষ, দয়াল প্রামানিক, রিয়াজুল ইসলাম, জাহিদ হোসেন, শওকত আলী খান, সিরাজুল ইসলাম, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, আয়েন উদ্দিনসহ ১৪ আখচাষিকে পুরষ্কার ও সনদপত্র দেওয়া হয়।