গাজীপুরে কারখানার দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ২

গাজীপুরে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় গ্যাসের পাইপ লাইন স্থাপনের সময় কারখানার দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নির্মাণশ্রমিক সালাউদ্দিন মাঝি (৬০) সদর উপজেলার মনিপুর গ্রামের বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা জানায়, বানিয়ারচালা এলাকার রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের জন্য সড়ক কেটে কাজ চলছিল। এ সময় স্থানীয় প্যারাগন পোলট্রি ফিড কারখানার দেয়ালে ফাটল দেখা দিলে নিরাপত্তার স্বার্থে পাইপ স্থাপনের কাজ বন্ধ রাখার অনুরোধ করেন স্থানীয় লোকজন। তাদের অনুরোধ উপেক্ষা করে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ গ্যাসের পাইপ স্থাপনের কাজ চালিয়ে যায়। সোমবার বেলা ১১টার দিকে প্যারাগন পোলট্রি ফিড কারখানার সড়কের পাশের ওই দেয়াল ধসে পড়ে। এতে তিন নির্মাণশ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এক ঘণ্টা পর দেয়ালের নিচ থেকে সালাউদ্দিন মাঝির লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের লাশ এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা গ্রহণ করা হবে।’