গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কোনাবাড়ী থানার নীলনগর এলাকার হযরত উম্মে হাবিবাহ (রা.) মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তার মীম (১৩) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মনু মিয়ার মেয়ে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার মীম ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির আবাসিকের ছাত্রী ছিল। শনিবার দিবাগত রাতে পড়াশোনা শেষ করে ঘুমাতে যায়। রবিবার ভোর ৫টার দিকে তার লাশ আবাসিক কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে মাদ্রাসার শিক্ষকরা ওড়না কেটে নিচে নামিয়ে রাখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া আক্তার মীমের বাবা মনু মিয়া বলেন, ‘রবিবার ভোরে মাদ্রাসা থেকে আমাকে ফোন করে জানানো হয় আমার মেয়ে অসুস্থ। কিন্তু মাদ্রাসায় এসে দেখি লাশ। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
হযরত উম্মে হাবিবাহ (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শামীম সরকার বলেন, ‘মীম গলায় ওড়না পেঁচিয়ে আবাসিক কক্ষের ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। কেন এমন কাজ করেছে, তা বলতে পারছি না।’
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, ‘মাদ্রাসা থেকে ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’