মিলাদের নামে আ.লীগ নেতার বাড়িতে মিটিং, প্রতিবাদে বিএনপির মিছিল

মিলাদ মাহফিলের নামে বাড়িতে মিটিং করার অভিযোগ এনে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গোবিন্দাসী বাজার প্রদক্ষিণ করে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়ক হয়ে টি-রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যে অপকর্মগুলো করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’ এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে মিলাদ মাহফিলের নামে মিটিং করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ঠান্ডু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দুলাল হোসেন চকদার বলেন, ‘কয়েকদিনের ব্যবধানে আমার গরুর খামারের দেড় থেকে ২ লাখ টাকা দামের তিনটি গরু মারা যায়। বালামসিবত দূর করতে শুক্রবার মাগরিবের পর আমার গরুর খামারে এতিমখানার ছাত্র ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করি। বিএনপি নেতাকর্মীরা ওই মিলাদ মাহফিলকে নেতাকর্মীদের একত্রিত করার মিথ্যা তথ্য প্রচার করে। এ সংবাদ পেয়ে পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। তবে এর আগেই মিলাদ মাহফিল শেষ হয়ে যায়। এরপরও শনিবার বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে।’