ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান

ফরিদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের পক্ষ থেকে পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়েছে। এ সময় পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও আড়তদারকে জরিমানা করা হয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। তিনি বলেন, ‘সালথার ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রি করায় মোল্লা ট্রেডার্সের মালিক মো. বাশার মোল্যাকে পাঁচ হাজার এবং হোসেন ট্রেডার্সের মালিক মো. হোসেন শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিশেষ টাস্কফোর্সের অংশ হিসেবে পেঁয়াজের আড়তদার রাবেয়া এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর বিশ্বাসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও আড়তদারদের সতর্ক করা হয়েছে।’