গোপালগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শহীদ মোল্লা (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রবিবার সকালে শহীদ মোল্লা তার শ্বশুরবাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গোপালগঞ্জে যান। সন্ধ্যার পরে খবর আসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শহীদ মোল্লা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস শহীদ মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, রবিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান শহীদ মোল্লা। সন্ধ্যার দিকে সেখানে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক হিটলার বিশ্বাস আরও বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শহীদ মোল্লার মৃত্যু হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।