ফরিদপুরে শেখ হাসিনার জন্মদিন পালন ও আলোচনা সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান তারা, যুগ্ম সাধারণ সম্পাদক কাছেদ শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনায়েত হোসেন ও ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার টিটো প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মুমিনুর রহমান সবুজের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।