গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে দুই শাবকের জন্ম হয়েছে। নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা এখন ৩০টি। রবিবার (২২ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নতুন জন্ম নেওয়া দুই শাবক জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে কিছু জেব্রা আমদানি করা হয়। এরপর বিভিন্ন সময় জেব্রার বাচ্চা হয়েছে। রোগাক্রান্ত হয়ে কিছু জেব্রার মৃত্যুও হয়েছে। বর্তমানে সাফারি পার্কে প্রাপ্তবয়স্ক জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি স্ত্রী ও ১৪টি পুরুষ। নতুন দুই শাবকসহ সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ৩০টিতে। জেব্রা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত।
পার্ক কর্তৃপক্ষ জানায়, জেব্রা সাধারণত একটি করে বাচ্চা প্রসব করে। জেব্রাশাবক ৭ থেকে ৮ মাস ধরে মায়ের দুধ পান করে। এরা পাল ধরে ঘুরে বেড়ায়। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে পালের অন্য সদস্যরা। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। সাফারি পার্কের কোর সাফারি অংশে জেব্রার সঙ্গে জিরাফ, গ্যাজেল কমনইল্যান, চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার বসবাস করে। এরা প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নতুন জন্ম নেওয়া শাবক দুটি ভালো আছে। মা ও শাবকগুলোর প্রতি নজর রাখা হচ্ছে। বর্তমানে সাফারি পার্কে থাকা বেশির ভাগ জেব্রার জন্ম পার্কেই হয়েছে। অনুকূল পরিবেশ পাওয়ায় এরা নিয়মিত বংশবিস্তার করছে।