গাজীপুরের শ্রীপুরে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে। বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারের সময় নৌকা প্রতীক দিয়ে নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের অবৈধ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা অপসারণ চাই। অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা চেয়ার দখল করে জনগণের সম্পদ লুটপাট করে খাচ্ছে। এসব চেয়ারম্যান মেম্বাররা ক্ষমতার অপব্যবহার করে পরিষদে সেবা নিতে আসা সাধারণ জনগণকে হয়রানি করেছে।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট থেকেই জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। এমতাবস্থায় সাধারণ জনগণকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওইসব জনপ্রতিনিধিদের বেশিরভাগই দুর্নীতিবাজ। তারা শুধু জনগণের টাকা হাতিয়ে নিয়েছে। ন্যূনতম নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারের অধীনে নির্বাচিতরাও অবৈধ। আমরা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ দাবি করছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চেয়ারম্যান- মেম্বারদের অপসারণের জন্য স্মারকলিপি দেন তারা।