ছুটির দিনেও সরকারি অফিসে উড়ছিল জাতীয় পতাকা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ছুটির দিনেও উড়ছিল জাতীয় পতাকা। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করে অফিস করে কর্তৃপক্ষ। কিন্তু অফিস শেষ করে সবাই চলে গেলেও নামাননি জাতীয় পতাকা। সারা রাত উড়েছে পতাকা। শুক্রবার সারাদিন জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো করে চলে যান। সারারাত পতাকা উড়ছে। শুক্রবার সকালে পতাকা ওড়ার বিষয়‌টি সবার নজরে এলে সমালোচনার সৃষ্টি হয়। প‌রে ওই অফিসের কেউ এসে পতাকা নামিয়ে ফেলেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এটি অবহেলার নামান্তর। খুব কষ্টকর। যা‌দের দায়িত্ব যথাসময় পতাকা উড়া‌নো ও নামা‌নোর তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। সেখানে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

এদিকে চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল বিন করিমের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা‌কে পাওয়া যায়নি।