শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শত শত লোক বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিকাল ৩টা বাজতেই টেকেরহাট ও তার আশপাশের আওয়ামী লীগের লোকজন টেকেরহাট বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। পরে বিকাল ৪টার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ও টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে টেকেরহাট বাসস্ট্যান্ড গোলচত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম খন্দকার, জেলা যুবলীগের উপদফতর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রিজন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান, উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক আরিফ শেখ প্রমুখ।