পদত্যাগ করেছেন ভিসি-প্রক্টর ও তিন হলের প্রভোস্ট

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ ছয় জন পদত্যাগ করেছেন। তারা সোমবার (৫ জুলাই) রাতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন। তবে ভিসির পদত্যাগপত্রটি এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। নিজ হাতে লেখা পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘ছাত্রদের দাবির প্রেক্ষাপটে আমি পদত্যাগ করছি।’

একইসঙ্গে পদত্যাগ করে ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মুছা মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মোসা. নার্গিস আক্তার, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপপরিচালক ড. ফয়জুন নাহার মিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ছয় জনকে সোমবার রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দেন। সেইসঙ্গে তাদের ঘেরাও করেন। তোপের মুখে পড়ে রাত ১১টার দিকে ভিসি বাদে বাকি পাঁচ জন হাতে লেখা পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কাছে রেখে চলে যান। ভিসি নিজের পদত্যাগপত্র সঙ্গে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ছয় জন পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে ভিসির পদত্যাগপত্র হাতে পাইনি। বাকি পাঁচ জনের পদত্যাগপত্র আমি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাতে পেয়েছি। তারা ছয় জন সোমবার রাতেই ক্যাম্পাস ছেড়েছেন।’

এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের চাপের মুখে আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি শিক্ষার্থীদের জমা দিতে বলেছিলাম। কিন্তু তারা পদত্যাগপত্র রাখেননি। আমি জমা দিয়ে দেবো।’

মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র না পৌঁছালে কী পদত্যাগ বলা যাবে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘এটা আমি জানি না। শিক্ষার্থীদের চাপের মুখে সেসময় পদত্যাগ করতে বাধ্য হয়েছি। তবে আমি এক মুখে দুই কথা বলতে পারবো না। আমি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রটি জমা দেবো। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে। অনুমতি নিয়ে পদত্যাগপত্রটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’