পদ্মার পানি বিপদসীমার ওপরে, ফেরি চলছে ধীরে

রাজবাড়ীতে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে গোয়ালন্দ উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানান, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার।

বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় লঞ্চ চলাচলে সময় বেশি লাগছে। সেখানে লঞ্চ পার হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো এখন স্রোতের কারণে এখন সেখানে প্রায় দ্বিগুণ সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত বইছে। সেখানে চলাচলকারী ফেরিগুলো তীব্র স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় বেশি লাগার ফলে ফেরির ট্রিপ সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।