গাজীপুরে ট্রাকচাপায় তুলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিহত

গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় তুলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৬০) নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় তুলা গবেষণা কেন্দ্রের প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী মাগুরার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবারসহ ওই কেন্দ্রের কোয়ার্টারে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘ইউনুস আলী মোটরসাইকেল চালিয়ে অফিস থেকে বের হন। তুলা গবেষণার কেন্দ্রের প্রধান ফটক পার হয়ে মহাসড়কে উঠলে ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকের চাপায় মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

তিনি আরও বলেন, ‘ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনুস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ট্রাকের চাপায় মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।’