বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিহত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ।

বুধবার (২৬ জুন) দুপুরে ২টার দিকে ফতুল্লার মেঘনা ডিপোর জেটিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহত শ্রমিকের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ‘মেসার্স ভাই ভাই এজেন্সি’ নামের একটি ট্রলারে চার জন শ্রমিক রান্না করছিলেন। এতে ট্রলারে আগুন লেগে একজন শ্রমিক নদীতে ঝাঁপিয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে অপর তিন জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, ‘ট্রলারে করে তারা (শ্রমিকেরা) সবাই তেল নিয়ে বরিশাল মনপুরায় যাবে। সেজন্য প্রস্তুতি নিচ্ছিল। ট্রলারে থাকা পেট্রোল ও ডিজেলের প্রায় সবগুলো ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণের পরে ট্রলারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া একজন দগ্ধ হয়েছেন।  আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলবাহী ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। সেখানে আগুন লেগে একজন শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।’