গাজীপুরে ঝুট গুদামে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি গুদাম ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ‘

আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, ‘আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, ‘ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে একটি মিনি ঝুটের কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে যায়।’