তৃতীয় ধাপেও আশানুরূপ ভোটার উপস্থিতি নেই টাঙ্গাইলে

টাঙ্গাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় জেলা সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে গত দুই ধাপের নির্বাচনের মতো তৃতীয় ধাপেও ভোটারের খরা দেখা দিয়েছে। সকাল ১০টা পর্যন্ত অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল। কেন্দ্রগুলোর মাঠে নেই ভোটারদের লাইন।

এর আগে, প্রথম ধাপে জেলার মধুপুরে ৫২ দশমিক ২ শতাংশ ও ধনবাড়ীতে ৫৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়লেও দ্বিতীয় ধাপে কমে দাঁড়ায় ভূঞাপুরে ২৪ দশমিক ৪৫ শতাংশ, ঘাটাইলে ২৬ দশমিক ৬৭ শতাংশ ও কালিহাতীতে ৩০ দশমিক ১৯ শতাংশ। তৃতীয় ধাপের ভোটার উপস্থিতি গত দুই ধাপের চেয়ে আরও কমতে পারে বলে জানান নির্বাচন-সংশ্লিষ্টরা।

সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ৫টি বুথে ভোট পড়েছে ৫৬টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৩। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৯৯৭ এবং পুরুষ ভোটার ১ হাজার ৬৬।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওমর আলী বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি কম। ধান কাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি আশানুরূপ হচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’

মগড়া ইউনিয়নের গ্রামজোকা বিলজোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১১৫টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কৃষ্ণকুমার উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ৮৩টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৩২ জন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনোতোষ ঘোষ বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি কম ছিল। ফলে দুই ঘণ্টায় ৮৩টি ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’

বাঘিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজমুল আহসান বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত ভোট পড়েছে ৪৪টি।’

এদিকে, সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি।

নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৮টি।

দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৯টি।

উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনি এলাকায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।