নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পেয়েও ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বীর হয়ে

হাইকোর্টের আদেশে নির্বাচনের একদিন আগে সোমবার (৬ মে) রাত ৯টার দিকে প্রার্থিতা ফিরে পেলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা। তবে এই প্রার্থী তার নিজের কই মাছ প্রতীকে নির্বাচন করছেন না। করছেন দোয়াত কলম প্রতীকের হয়ে।

সেলিম মোল্লা নিজের প্রার্থিতা থেকে (স্বঘোষিত) সরে এসে তার আরেক প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেনের পক্ষে দোয়াত কলম প্রতীকের হয়ে ভোট চাইছেন।

এ প্রসঙ্গে মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় সেলিম মোল্লা জানান, সোমবার রাতে তিনি তার পছন্দের প্রতীক পান। তবে যখন প্রতীক পাওয়া গেলো ততক্ষণে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাদ পড়ায় হাইকোর্টের আদেশে ফিরে পাই। তবে প্রতীক আনতে নির্বাচন অফিসে যাইনি। ছাপিনি কোনও পোস্টার।’ কই মাছ প্রতীকে ভোট না চেয়ে দোয়াত কলম জন্য ভোট চাইছেন এ প্রার্থী।

জেলা নির্বাচন অফিসার মো. আমিনুর রহমান মিঞা জানান, হাইকোর্টের আদেশে মো. সেলিম মোল্লার প্রার্থিতা ফিরে পাওয়ার আদেশ সোমবার সন্ধ্যায় পান। রাত ৯টার দিকে প্রার্থী সেলিম মোল্লাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হলেও তিনি এখনও তার কাঙ্ক্ষিত প্রতীক কই মাছ নিতে আসেননি।