প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ

শরীয়তপুরে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়ামকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার (৫ মে) জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান ওই সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ এর উপ-বিধি ৩ অনুযায়ী, সরকারী কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনও আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগে এই বিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রমাণিত। এমতবস্থায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা বিভাগীয় শান্তির জন্য সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ৭ মে-এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে দাখিল করার জন্য বলা হলো।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করায় এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী ৭ মে-এর মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ডা. আশ্রাফুল ইসলাম সিয়ামের নেতৃত্বে জেলার ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার প্রতীক মোটরসাইকেলের পক্ষে গণসংযোগ করা হয়।