শরীয়তপুরের এক এএসপি ও ওসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ

শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও সদ্য বদলি হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মারামারি ও ছিনতাইয়ের মামলার চার আসামিকে মারধরের ঘটনায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান গত ৭ জুন (বুধবার) ওই আদেশে স্বাক্ষর করেন।

রবিবার (১১ জুন) কোট পরিদর্শকের কার্যালয় থেকে ওই আদেশের কপি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩-এর ৫ ধারার বিধান মতে পুলিশের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এক মামলার আসামিদের গ্রেফতার করে নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আমলি আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশের নথি বৃহস্পতিবার শেষ বেলায় আমাদের কাছে পৌঁছায়। শুক্র-শনিবার বন্ধ থাকায় তা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে পারিনি। রবিবার সকালে পাঠিয়েছি। ওই আদেশে বলা হয়েছে, দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দিতে।

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার সাইফুল হকের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।