সড়কে যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরে ডামুড্যা শ্রমিকলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের গ্রেফতার সভাপতির নাম কালাম চৌকিদার। তিনি দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলায় যত অটোরিকশা, সিএনজি চলে সেগুলো থেকে প্রতিদিন ৫০ টাকা করে তুলতেন। এ ছাড়া নতুন কোনও গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার করে টাকা দিতে হতো। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তার লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নিতেন।
বুধবার সকালে জুলফিকার আলী নামে এক ব্যক্তি ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন কালাম চৌকিদারের বিরুদ্ধে। তার ছেলে চট্টগ্রাম থেকে সিএনজি এনে চালালে, তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয়দের সঙ্গে বসে পাঁচ হাজার টাকায় রফাদফা করে দেয়। পরে তাদের সেই সিদ্ধান্ত তিনি না মেনে চাঁদার টাকা পুরোপুরি না পাওয়ায় তার সিএনজিটা জোর করে নিয়ে আসে। গাড়ি এনে চালক দিয়ে চালিয়ে ৫০ হাজার টাকা উশুল করবে। তার এই অভিযোগের প্রেক্ষাপটে শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে ডামুড্যায় মাদক বিক্রি, চোরাই অটোগাড়ি বিক্রি। এছাড়াও অন্যের জায়গা দখল করে নিজের অফিস বানিয়েছে। এ ছাড়া ডামুড্যায় যত গাড়ি চুরি হয়, সেই চোরাই গাড়ির দরবার হয় তার অফিসে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে, আটটি মামলা আদালতে চলমান রয়েছে।
শরীয়তপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন, আমাদের সংগঠনে কোনও চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা অভিযোগ আমাদের কাছে আসছে। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করি। এ ছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক জায়গায় দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।