দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ফেরি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘন কুয়াশার কারণে আগে ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।  

দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিট থেকে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার  ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।’ 

এদিকে, পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা দুটি ফেরি ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে মাঝ নদীতে নোঙর করেছে। 

রাজবাড়ীর পাংশা থেকে রওনা করে ঢাকায় যাচ্ছিলেন মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমি ঢাকার উদ্দেশে রওনা করে রাত ৯টার পর দৌলতদিয়া ঘাট থেকে আমানত শাহ ফেরিতে উঠি। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে সামনে ঘন কুয়াশায় কিছু দেখতে না পেরে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা অন্য একটি ফেরি আমাদের ফেরিকে হালকা ধাক্কা দেয়। এতে আমরা ভয় পেয়ে যাই। পরে আমাদের ফেরিটি ধীরে ধীরে পাটুরিয়া ঘাটে পৌঁছায়।’

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশার কারণে রজনীগন্ধা ও ফরিদপুর ফেরি যানবাহন এবং যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।’