মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করায় একটি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপজেলার ধানধারা গ্রামে ওই কারখানায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভেজাল খেজুরের গুড় জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, শিবালয় উপজেলার ধানধারা এলাকায় অল্প খেজুর রসের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতকালে মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। এ সময় প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেনকে এই গুড় তৈরির কারিগর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজন গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ এবং মানিকগঞ্জের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।