গাজীপুরের শ্রীপুর উপজেলায় আউট পেস সুতার কারখানার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (বেপারিবাড়ী) এলাকার গুদামে আগুন লাগে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, আগুন নিয়ন্ত্রণে গাজীপুর, শ্রীপুরের মাওনা ও ভালুকা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকবাবে আগুন লাগার কারণ জানা যায়নি।