গোয়ালঘরে আগুন, পুড়ে মরলো দুটি গরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় মশার কয়েলের আগুনে এক কৃষকের গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের তৈয়েবুর রহমান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

তৈয়েবুর রহমান বলেন, ‘রাতে গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। আগুনে গোয়ালঘর, দুটি গরু ও রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।’

বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদ জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।