জাটকা বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেলিম আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ অন্যরা। পরে জব্দ করা ১০০ কেজি জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বাজারে এসব জাটকা আসার উৎস অর্থাৎ নদ-নদীতে জাটকা শিকার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।