পদ্মার পানি বিপৎসীমার ওপরে, ফেরি চলাচল ব্যাহত

দৌলতদিয়া ঘাটপদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে চলতে হচ্ছে খুব সাবধানে ধীর গতিতে। ফলে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দিগুণ সময় লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই রুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যাহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মার পানি রাজবাড়ীর-দৌলতদিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে  প্রবাহিত হচ্ছে।