স্থানীয়রা জানান, রনি হাওলাদারের বসতবাড়ির লাকড়ি রাখার ঘরে ছিল মেছোবাঘটি। এর উপস্থিতি টের পেয়ে এটিকে আটক করা হয়।
লৌহজং উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেছোবাঘটি উদ্ধার করা হয়। এরপর বেজগাঁও কবরস্থানের পেছনের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এটি মুন্সীগঞ্জে সচরাচর দেখা যায়।