জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আলী জানান, পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বেশ কিছু দিন ধরে স্বামী ওমেদ আলীর সঙ্গে রাশেদা বেগমের ঝগড়া বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এরই জেরে রাশেদাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ওমেদ আলী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওমেদ আলীকে আটক করা হয়েছে।